বুধবার, ২ মার্চ, ২০১৬

ফেসবুক ফটো ভেরিফাই খোলার নিয়ম Part -1

ফেসবুক ফটো ভেরিফাই এটা নতুন কোন বিষয় নয়। অনেকেই এই সমস্যায় ভুগছেন। একটা ফেসবুক আইডি যে কত মুল্যবান তা ফটো ভেরিভাই হলেই বোঝা যায়। তাই এই সমস্যার সমাধান নিয়ে আজকের এই টিউন করছি।
ফেসবুক আসোলে ফটো ভেরিফাই খায় অউন্যত দেশগুলোতে, তার মধ্যে আমাদের বাংলাদেশ অন্যতম। ফেসবুকের আইন লঘ্যন করার জন্য ফেসবুক ফটো ভেরিফাই চায়। ফটো ভেরিফাই অনেক উপায়ে খোলা যায়। আজকে আমি ৩ টা পদ্ধতি নিয়ে আলোচনা করব।

1. ফেসবুক ফটো ভেরিফাই খোলার সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকারি উপায় হল ফটো কেটে রেখে তা আবার মিলিয়ে দেওয়া। এ উপায়ে আপনাকে যা যা করতে হবে। প্রথমে গুগোল থেকে Lightshot সফটোয়ারটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড লিংক,
ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে।
এবার সফটোয়ারটি ইনেস্টোল করে নিন। তারপর ফটোভেরিফাই আইডিতে গিয়ে আপনার ইচ্ছা মত যেকোন নামে টিক দিয়ে Lightshot সফটোয়ার দিয়ে সবগুলো ফটো নাম সহ কেটে রাখুন যেমনঃ
একটি ফোল্ডারে সব পিকচার সেভ করে রাখুন। আবার ২ -৩ ঘন্টা পর আইডিতে গিয়ে দেখবেন যে ফেসবুক আপনাকে আবার সেই আগের একই ছবি গুলো দিচ্ছে দুই একটি অন্য ছবি হতে পারে সেটীও Lightshot  সফটোয়ার দিয়ে কেটে রাখুন। এভাবে আবারো ডুকার পর দেখবেন সবকয়টি ছবি মিলে গেছে, কিন্তু সব নাম মিলছে না, শুধু একটি নামের মিল থাকবে সেটি হল আসোল ব্যাক্তি। এভাবে সবগুল নাম তারা তারি মিলে দিন ব্যাস আপনার আইডি ফটো ভেরিফাই খুলে যাবে। আজ আর হাতে সময় নেই Part-2, Part-3 পরে নিয়ে আসব। সবাইকে ধন্যবাদ

Part -2 যেটাতে আমি এন্ড্রোয়েড ফোন দিয়ে ফেসবুক ফটো ভেরিফাই খোলার নিয়ম শিখিয়াছি। Part -2: http://itpaglabd.blogspot.com/2016/03/part-2.html
Part -3 Link: http://itpaglabd.blogspot.com/2016/03/part-3.html

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন